হাইমচরের মেঘনায় বিশেষ অভিযানে ৩ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা

 

শরীফ মোঃ মাছুম বিল্লাহ:

হাইমচরের মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল এবং নিষিদ্ধ চাই অপসারণে বিশেষ কম্বিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০ হাজার মিটার কারেন্টজাল ও ৩ জন জেলেকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর হাইমচর অংশের বিভিন্ন এলাকায় উপজেলা টাস্কফোর্সের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মাসুদ ছৈয়াল, একই এইউনিয়নের শাহাদাত ও মো. মমিন।

পরে আটক জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সম্মিলিত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, নীলকমল পুলিশ ফাঁড়ির আইসি মোঃ জাহাঙ্গীর আলম, কোস্টগার্ড হাইমচরের সিসি মোঃ এমদাদুলসহ হাইমচর পুলিশ ও চাঁদপুর কন্টিনজেন্ট উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment