ড্রাফট থেকে তাইজুলকে দলে নেওয়ায় একটি দল হাসছিল : তামিম

শিরোপা জয়ের জন্য যে কয়জন ক্রিকেটারের নাম ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল আলাদা করে বলেছেন তার মধ্যে অন্যতম তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটের সঙ্গে তাইজুলের পরিচয়টা বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে তাঁকে খুব বেশি দেখা যায়নি। তবে এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তাইজুল।সব মিলিয়ে ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।

ফাইনালে উইকেটশূন্য থাকলেও বেশ আঁটসাঁট বোলিং করে তাইজুল ৪ ওভারে মাত্র ২০ রান দিয়েছেন। ম্যাচ শেষে তামিম জানিয়েছেন, ড্রাফট থেকে তাইজুলকে যখন তারা দলে নেন, তখন একটি দল হাসছিল। তাইজুল প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশাল অধিনায়ক বলছিলেন, ‘(শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ) আরেকজন হচ্ছে তাইজুল ইসলাম।

কথাটা বলা উচিত হবে কি হবে না, জানি না। কিন্তু এখনই উপযুক্ত সময় বলার। আমি যখন ড্রাফট থেকে তাইজুলকে দলে নিই, একটি দল হাসছিল। আমার খুব খারাপ লেগেছিল।একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে আমি নিয়েছি, আর একটি দল হাসছে।’
 

তামিম আরো যোগ করেন, খুবই খুশি তার (তাইজুল) জন্য। তার এই পারফরম্যান্সের কারণে বিসিবি তাকে ওয়ানডে, টি-টোয়েন্টিতে সুযোগ দিচ্ছে। আমরা এক সময় কেশভ মহারাজকে খেলিয়েছি। তাইজুল ভালো করলেও খেলাইনি।পরে কেশভ চলে গেছে। তাইজুল ফিরে দারুণ করেছে।’

বরিশালের প্রথম শিরোপাটি বিশেষভাবে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার ও তাইজুলকে উৎসর্গ করেন তামিম। সবাই এবারই প্রথম বিপিএলের শিরোপা জেতার স্বাদ পেয়েছেন।

Related posts

Leave a Comment