১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ  

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

 

পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।

সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

 

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ২০০৪ সালের আজকের দিনে শেখ হাসিনার সভাস্থল বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়ে ছিল। খালেদা জিয়া চেয়েছে শেখ হাসিনাকে নিঃচিহ্ন করে দিতে । ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে হত্যা করেছিল। তারাই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর উত্তরসূরী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। খালেদা জিয়া রাস্ট্রক্ষমতায় থেকে ২০০৪ সালের ২১ আগস্ট কি উপহার দিয়ে ছিল তা বাঙ্গালি জাতি জানে।  সে দিন তারেক রহমানের নেতৃত্বে আর নির্দেশে হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যা করার নিল নকশা করে গ্রেনেড হামলা করেছিল।

 

বক্তারা আরো বলেন, আর যদি দেশে বিএনপি আগুন সন্ত্রাস করে আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের ছাড় দেবনা। বিএনপি আর যদি নির্বাচনে আসেন আমরা তাদেরকে সাধুবাদ জানাবো।

 

এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ- দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী,  জেলা বিএমএর সভাপতি ডাঃ নুরুল হুদা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এসএম সালাহ উদ্দীন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা  মাসুদা নুর  খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ ,সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ , কাউন্সিলর  আয়শা রহমান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খান, জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মল্লিক, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক।

 

  • মুহাম্মদ বাদশা ভূইয়া

Related posts

Leave a Comment