বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদরে ১৪টি ইউপি ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত স্বাক্ষরিত চিঠিতে এ জানানো হয়।
এতে আরো জানা যায়, এ বিষয়ে সদর উপজেলা প্রশাসনে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপজেলায় মোট ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

আশ্রয়কেন্দ্রগুলো হলো: চাঁদপুর পৌরসভায় আক্কাছ আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, বড় ষ্টেশন রোড, চাঁদপুরে ৬০০ জন, খ) ওছমানিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, পুরানবাজার, চাঁদপুরে ৪০০ জন গ) হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, পুরানবাজার, চাঁদপুরে ৩০০ জন ঘ) ডি.এন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, নতুনবাজার, চাঁদপুরে ৪০০ জন ৩) মধুসূধন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, নতুনবাজার, চাঁদপুরে ৫০০জন।

বিষ্ণুপুর ইউনিয়নে ক) ১১ নং দক্ষিন পশ্চিম বিষ্ণপুর সঃ প্রাঃ বিদ্যালয়, আশ্রয় কেন্দ্রে ৩০০ জন খ) লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৪০০ জন গ) দক্ষিন বিষ্ণপুর সঃ প্রাঃ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন।

কল্যাণপুর ইউনিয়নে ক) দাসাদী মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে ৪০০ জন খ) গাজীরহাট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৫০০ জন গ) সফরমালী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে ৬০০ জন।

তরপুরচন্ডী ইউনিয়নে ক) বাশি সঃ প্রাঃ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন খ) আঃ আউয়াল স:প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন গ) জি.এম ফজলুল হক উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৪০০জন।

লক্ষীপুর মডেল ইউনিয়নে ক) বহরিয়া সঃ প্রাঃ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন খ) লক্ষীপুর সঃ প্রাঃ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন গ) কমলাপুর স: প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৪০০জন।।

ইব্যাহিমপুর ইউনিয়নে ক) চরফতেজংপুর বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন খ) ইব্রাহিমপুর বি.আই.ডব্লিউ.টি এ আশ্রয় কেন্দ্রে ৪০০ জন গ) উত্তর চরফতেজংপুর স: প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন।
চান্দ্রা ইউনিয়ন পরিষদে ক) চান্দ্রা বাখরপুর সঃ প্রাঃ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৫০০ জন খ) উমেদিয়া স: প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন গ) পশ্চিম বাখরপুর সঃ প্রাঃ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন।

হানানচর ইউনিয়নে ক) হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইন্সটিটিউট উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে ৬০০ জন খ) রাজারহাট স: প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন গ) গোবিন্দিয়া সঃ প্রাঃ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন।

রাজরাজেশ্বর ইউনিয়নে ক) শিলারচর হাজী হাছেত প্রধানীয়া স: প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ২০০ জন খ) ওমর আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন গ) গোয়ালনগর স: প্রা: বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০০ জন। সর্বমোট ১০,৭০০ জন আশ্রয় নিতে পারবেন।

চিঠিতে আরো বলা হয় আশ্রয় কেন্দ্রের চাঁদপুর সদর উপজেলায় ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। ইউনিয়ন পর্যায়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ।

Related posts

Leave a Comment