চাঁদপুরে কোটা বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাঁধা

স্টাফ রিপোর্টার : কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের একাংশ। রোববার বিকেল ৪টায় শহরের ওয়াপদাগেট এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাছিম আখতার। তবে তার বাঁধা উপেক্ষা করে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ ও কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কারসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

Related posts

Leave a Comment