কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগ

পর্যবেক্ষণ প্রতিবেদন:

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে সরারচর ইউনিয়নের বাসিন্দা দারিদ্র কৃষক মোঃ কিতাব আলী’র একটি জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে বাজিতপুর উপজেলা ছাত্রলীগ।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি সাকিবুল ইসলাম সাকিব পর্যবেক্ষণ কে জানান যে দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারই অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় ছাত্রলীগের কর্মীদের কৃষকের পাশে থেকে কৃষি কাজে সহায়তা করার লক্ষ্যে যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশের আলোকে আমরা বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সবাই মিলে এমন হতদরিদ্র কৃষকদের ধান কেটে তাদের বাসায় পৌঁছে দিচ্ছি।

ইতিপূর্বে বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সুনামের শহীদ সকল সাংগঠনিক এবং সামাজিক কাজে জনমানুষের পাশে ছিল ভবিষ্যতেও সব সময় কেন্দ্রের সকল নির্দেশনা মেনে কাজ করব বলে ঘোষণা দেন তারা। এ সময় কৃষকের অনুভূতি জানতে চাইলে দরিদ্র কৃষক জানান যে দুঃসময়ে ছাত্রলীগের কর্মীদের এমন মহীয়সী উদ্যোগ তাকে মুগ্ধ করেছে এবং ভবিষ্যতে যে কোন কৃষি কাজে এগিয়ে যেতে তিনি নিজের প্রতি আরো আস্থাবান মনে করেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন সভাপতি মাহবুব আল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকি সজিব, সহ-সভাপতি আমিন মোঃ হোসাইন, সহ-সভাপতি মোঃ সাকিবুল ইসলাম সাকিব, কলেজ ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদি, সরারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনিক মিয়া,হালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক বিটু পিরিজপুর ইউনিয়ন
ছাত্রলীগের সভাপতি মহসিন মিয়া,সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম পলাশ, হালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন পাপন সাধারণ সম্পাদক আশিবুল হক শান্ত, হিলচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক রিয়াদ, কৈলাগ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নাফিজুল ইসলাম নয়ন , গাজিরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহামেদ সাধারণ সম্পাদক আতাউর রহমান, , পৌর ছাত্রলীগের ওয়াজিব, কলেজ ছাত্রলীগের সদস্য নবেদ আহামেদ নব, মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও অন্তর ভৌমিক সাংগঠনিক সম্পাদক, সরারচর ইউনিয়ন ছাত্রলীগ আরও নেতৃবৃন্দ প্রমুখ।

Related posts

Leave a Comment