১০৩ পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

সোহাগ হাফিজ, বরগুনা প্রতিনিধিঃ

সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

আমতলীতে উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের আয়োজনে ১০৩ পাউন্ড ওজনের কেক কেটে বৃহস্পতিবার সকাল ৯টায় পৌরসভা চত্ত্বরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতি ও পৌরসভা চত্ত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পন এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্য খাদ্য ও পোশাক বিতরন,আলোচনা সভা,পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী- তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু প্রমুখ।

Related posts

Leave a Comment