চুলের অরগানিক যত্ন এবং বড় করা

স্বাস্থ ডেস্কঃ

চুলের বৃদ্ধির জন্য চুল ভালো রাখা জরুরি। যদি তা হয় প্রাকৃতিক উপায়ে, তাহলে তো কথাই নেই।

এ ছাড়া চুলে ব্যবহারের জন্য বাজারে পাওয়া প্রসাধনীগুলোতে থাকে নানা ধরনের কেমিক্যাল। যা চুলের জন্য বেশ ক্ষতিকর।

প্রকৃতির অসীম ভান্ডারের মধ্যে অন্যতম একটি উপাদান হলো শিকাকাই।

যা আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। ঝলমলে উজ্জ্বল চুল পেতে নিয়মিত শিকাকাই গুঁড়া ব্যবহার করা যেতে পারে।

শিকাকাইয়ে উচ্চমাত্রায় ভিটামিন এ, ডি, সি, কে, ই, প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।

শিকাকাইর বাকলে স্যাপোনিন থাকে যার কারণে পানিতে মিশিয়ে নাড়ালে সাবানের মতো ফেনা হয়। তাই একে প্রাকৃতিক শ্যাম্পু বলা হয়।
শিকাকাইয়ের যত গুণ
** চুল মসৃণ করে এর উজ্জ্বলতা বৃদ্ধি করে।

** এতে থাকা কুলিং অ্যাজেন্ট মাথার স্ক্যাল্পের যন্ত্রণা প্রতিরোধ করে।

** খুশকি দূর করতে দারুণ কাজ করে।

** চুলের বৃদ্ধি বাড়ায়।

** চুল ভাঙা রোধে সহায়তা করে।

** চুল পাকা রোধ করে।

** চুলে থাকা উকুনের হাত থেকে রক্ষা করে।

** ন্যাচারাল হেয়ার ক্লিনসার হিসেবে কাজ করে।

** স্ক্যাল্পে চুলকানি সমস্যা থাকলে তা থেকে রক্ষা করে

শিকাকাই হেয়ার প্যাক তৈরির নিয়মাবলি ও উপকারিতা
** এক চামচ শিকাকাই গুঁড়া, এক চামচ আমলকী গুঁড়া, পাঁচ-সাত ড্রপ রোজমেরি এসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে চুলের গোড়াসহ পুরো চুলে ভালো করে লাগাতে হবে। ৪০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এতে চুলের গোড়া শক্ত ও চুল ঝলমলে হবে।

** দুই চামচ আমলকী, দুই চামচ রিঠা, দুই চামচ শিকাকাই এবং দুই চা চামচ মেথি গুঁড়া একসঙ্গে মিশিয়ে চুলায় জ্বাল দিলে সেই পানি ঠান্ডা করে পাঁচ-সাত ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে তারপর শ্যাম্পু হিসেবে চুলে ব্যবহার করা যায়। এতে ফেনা হবে না কিন্তু চুল অনেক পরিষ্কার হবে।

** শিকাকাই খুশকি দূর করতে দারুণ কাজ করে। এ ক্ষেত্রে শিকাকাই গুঁড়া সঙ্গে ভৃঙ্গরাজের গুঁড়া ও পাঁচ-ছয় ফোঁটা টি ট্রি এসেনসিয়াল অয়েল মিশিয়ে প্যাক হিসেবে সপ্তাহে দুদিন ব্যবহার করলে দুই-তিন সপ্তাহে খুশকি দূর হবে।

** শিকাকাই গুঁড়ার আরেকটি বিশেষ গুণ হলো, এটি চুল পেকে যাওয়া রোধ করে। কালোমেঘ, ভৃঙ্গরাজ, আমলকী গুঁড়া, শিকাকাই গুঁড়া, রিঠা ও পাঁচ-সাত ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল নিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে হবে।

** উকুনের সমস্যা দূর করতে শিকাকাই গুঁড়ার সঙ্গে মেথি গুঁড়া, আমলকী গুঁড়া, নিম গুঁড়া, রিঠা গুঁড়া, কালোমেঘ গুঁড়া, সঙ্গে টি ট্রি এবং ইউক্যালিপটাস এসেনসিয়াল অয়েল চার-পাঁচ ফোঁটা মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে হবে।

শিকাকাইয়ের কোনো ক্ষতিকারক দিক নেই। তবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না।

Related posts

Leave a Comment